ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি স্কুলের শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে দুর্বৃত্তদের বিচার চেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা রবিবার দুপুর ১২ টায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ বিষয়ে আইনি সহায়তা পেতে ভিকটিমের পিতা আনোয়ার হোসেন শনিবার হোসেনপুর থানায় এজাহার নামীয় অভিযোগ দায়ের করা হলে এসআই হাসমত আলী অভিযোগটি আমলে নিয়ে রবিবার চিহ্নিত দুর্বৃত্তদের নামে মামলা দায়ের করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন নিশ্চিত করেন।
মানববন্ধনে ভিকটিম হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন পূর্ণ (১৫) পিতা আনোয়ার হোসেন জানান, আমার ছেলেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে কিছু বহিরাগত ও স্কুলের শিক্ষার্থীরা চায়নিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। পরে তার সহপাঠীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যার হাসপাতালে প্রেরন করা হয়।
মানববন্ধন শেষে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন ওসি মারুফ হোসেন। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন – মামলা হয়েছে দুষিদের আইনের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে সুষ্ট তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24