নিজস্ব প্রতিবেদনঃ
কক্সবাজারের বিদ্যাচর্চার দুই উজ্জ্বল বাতিঘর—উখিয়া কলেজ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন খ্যাতনামা লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান। উভয় প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, শ্রদ্ধেয় শাহ আলম স্যারদের আমন্ত্রণে তিনি এ শিক্ষাভ্রমণে অংশগ্রহণ করেন।
সফরকালে অধ্যক্ষদ্বয়ের সঙ্গে তিনি শিক্ষার বর্তমান চিত্র, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহ, অভিভাবকদের অসচেতনতা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। স্যারদের চিন্তাশীল দৃষ্টিভঙ্গি, দূরদৃষ্টি ও শিক্ষার প্রতি গভীর মমত্ববোধ তাঁকে নতুন ভাবনার খোরাক জুগিয়েছে।
বিদায়ের প্রাক্কালে অধ্যক্ষদ্বয় তাঁর সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের পথচলায় দোয়া ও শুভকামনা জানান। কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ তিনি তাঁদের হাতে নিজের রচিত গ্রন্থসমূহ তুলে দেন।
এই সফর শুধু আনুষ্ঠানিক পরিদর্শন নয়; ছিল শিক্ষার আলোকে আরও দীপ্তিমান করার এক অনন্য সংলাপ, জ্ঞানের বিনিময়ে এক মরমি মুহূর্ত, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24