মোঃ মনির মন্ডল, সাভারঃ
আশুলিয়ার ছাত্র-জনতা হত্যার মামলার আসামি তাঁতীলীগ নেতা আনোয়ার আলী (৫২) কে ঘাটাইল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার আলী (৫২) আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা যায়।
পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আনোয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, সোমবার ভোররাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply