কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে ২৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের হামিদ মিয়ার ছেলে মো. রাশেদ খান (২১), একই এলাকার সেলিম মিয়ার ছেলে জাকির মিয়া (২০)।
জানা যায়,র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দিকে সরবরাহ করতে যাচ্ছিল।
এরই প্রেক্ষিতে রবিবার রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার ০৫নং ওয়ার্ড দড়ি চরিয়াকোনা এলাকার কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের ওপর তল্লাশি চৌকি স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করেন কিশোরগঞ্জ র্যাব সদস্যরা। এ সময় দুই মাদক কারবারিকে একটি যাত্রীবাহী বাস থেকে ডিমের বক্সে ভর্তি গাজাসহ আটক করা হয় এবং সঙ্গে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটও জব্দ করা হয়। জব্দকৃত গাজার পরিমাপ ২৫কেজি ৪০০ গ্রাম। যাহার বাজার মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা.।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক মাদককারবারিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা কিশোরগঞ্জের বিভিন্ন, এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় ১৩ই জানুয়ারি সোমবার এসআই সেলিম মিয়া একটি মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24