আবু নাসের মহিউদ্দিন,কুয়েত প্রতিনিধি:
একজন ভীসার দালাল কয়েক হাজার দিনার নিয়ে ভূয়া ভীসা দিলেন নারীকে, কিছু ভূয়া ভীসা ব্যবসায়ীদের নামে উচ্চমূল্য ভীসা বিক্রি করার অভিযোগ দিলেন প্রবাসীরা, দালালদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিলেন কুয়েত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি বলেন একক ভীসা আদান-প্রদান আইনত অপরাধ। কিছু প্রবাসী নিজেদের সার্থকতা নিয়ে চিন্তা করে এমন অবৈধ ভীসা ব্যবসায় জড়িয়ে দেশের ক্ষতি করছে, বিদেশে সুনাম অক্ষুণ্ণ হচ্ছে আমাদের তাই সকলে সাবধান হবেন।
বিগত একমাস দূতাবাসের সকল সেবা কার্যক্রম গুলো মনিটরিং এর মাধ্যমে তুলে ধরা হয়।
এবং গতকাল কুয়েতর
তৈল- বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেন রাষ্টদূত এবং কিভাবে সহজে বাংলাদেশ তৈল চুক্তি করে লাভবান হওয়া যায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
একজন প্রবাসী ৩৫ বছর কুয়েত অবস্থান করছেন তিনি তার পরিবার সহ তিনি হজ্জ উমরাহ একটি এজেন্সি আছে তিনি প্রায় দেয়ে যায় এবং তিনি বাংলাদেশী পরিবার গুলোর পক্ষ থেকে তিনি দাবী জানান যারা প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের জন্য আলাদা করে কাউন্টার খুলার আহবান করেন।
তার জবাবে রাষ্ট্রদূত বলেন তিনি চেষ্টা করবেন যেন কুয়েত প্রবাসী বাংলাদেশী প্রতিবন্ধী সকলের জন্য আলাদা সেবা ব্যবস্থা চালু করার।
এবং এখানে প্রতিদিন ৮০ জন এর পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ২৫০ টি পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান। তিনি সকল প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য বলেন।
Leave a Reply