কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে আজ ১৪ই এপ্রিল রোজ সোমবার পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি চান্দিনা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন নানা রূপ- রঙে। বৈশাখী আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয় পুরনো বছরকে, আর বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি- আতিকুল আলম শাওন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক-বীর মুক্তিযুদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক- কাজী আরশাদ,
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র – শাহ মোঃ আলমগীর খাঁন সহ চান্দিনা উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply