মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এছাড়া, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদও তার বক্তব্যে তারুণ্যের শক্তি দিয়ে ভবিষ্যৎ পরিবর্তনের আহ্বান জানান।
বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তরুণ প্রজন্মকে সৃজনশীলতার চর্চা এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মেলায় সৃজনশীলতা এবং ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। স্টলগুলোতে হরেক রকম বই, বাহারি পিঠা এবং কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী স্থান পেয়েছে। তরুণ প্রজন্মের জন্য এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং তাদের চিন্তার পরিধি বাড়াতে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে কাজ করবে।
মেলা আয়োজনের মাধ্যমে জয়পুরহাটে নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে তারুণ্যের অবদান আরও সুসংহত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24