মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) বকশীগঞ্জ প্রতিনিধিঃ
বাড়ির সামনে বাগানের মধ্যে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে চায়না জাতের কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে নানা আকারের কমলা রঙের কমলা। কমলাসহ গাছগুলো দেখতে যেমন চোখ জুড়িয়ে যাচ্ছে, তেমনি এ কমলার স্বাদও অনন্য।
চায়না জাতের এ কমলার চাষ হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বাড়ির আঙ্গিনায়। বাগানের মালিক কৃষক সবদার ইতোমধ্যে পাকা কমলা বিক্রয় শুরু করেছেন। এতে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। কৃষক সবদারের কমলা বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আশা দর্শনার্থীরা। ফলন ভালো দেখে অনেকেই চায়না কমলা চাষ করার উৎসাহ পাচ্ছেন। কৃষি বিভাগ বলছে, এসব ফল আবাদে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু কমলা নয়, এই উপজেলায় চাষ হচ্ছে নানা প্রজাতির ফল।স্বাদ নিচ্ছেন ফরমালিন মুক্ত কমলার স্বাদ ও বাঁড়াচ্ছেন সরাসরি গাছ থেকে কমলা ছিড়ে খাওয়ার অভিজ্ঞতা। এতে স্বাবলম্বী হচ্ছেন কৃষক সবদার।
জানা গেছে, কামরুজ্জামান সবদার কৃষি উদ্যোক্তা শুরু থেকেই কৃষি কাজের সাথে জড়িত। চার বছর আগে তার আত্মীয়র কমলা বাগান দেখে তিনি নিজে কমলা চাষ শুরু করেন। পরে কুষ্টিয়ার একটি বাগান থেকে চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার বাড়ির উঠান আঙ্গিনায় বাগান প্রস্তুত করে ৫৬ টি কমলার চারা রোপণ করেন।
সবদার বলেন, ৩০ হাজার টাকা খরচে তিনি বাগান শুরু করেন। তবে গেল বছরে ফলন কম হলেও এবার তার বাগানের ৫৬ টি গাছে বিপুল পরিমাণে ফল হয়েছে । তবে, প্রথম বার ফল বিক্রি করায় দামের বিষটি বুঝতে না পেরে তেমন একটা লাভ করতে পারেননি তিনি। তবে এবার ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন যেমন ঠিক তেমনি কমলার বাগান দেখে তার গ্রামের অনেকেই কমলা চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, সবদার গত ২ বছর যাবত কমলার চাষ করেন তবে প্রথমতো ফলন কম আসায় পরবর্তীতে কৃষি অফিসে যোগাযোগ করেন পাশাপাশি কৃষি অফিসারের পরামর্শে এবার অধিক ফলন বৃদ্ধি পায় এবং নিয়মিত খোঁজ খবর নেন বলে জানান কৃষি অফিসার আমিনুল ইসলাম।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24