সোলায়মানঃ
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দেশের প্রথিতযশা সাংবাদিক প্রজন্ম টিভির ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় দৈনিক “দৈনিক অগ্নিশিখা”-এর সহকারী সম্পাদক মোঃ বেল্লাল হোসেন চৌধুরী (বি চৌধুরী)।
নববর্ষ ১৪৩২-এর প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম উৎসব। এই দিনে আমরা অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “নববর্ষ শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির অন্যতম নিদর্শন। পহেলা বৈশাখ আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এই দিনটি ঘিরে আমাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক।”
উল্লেখ্য, মোঃ বেল্লাল হোসেন চৌধুরী একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি দেশের খ্যাতনামা জাতীয় দৈনিক “দৈনিক অগ্নিশিখা”-তে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
Leave a Reply