রামা কৃষ্ণ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধি:
অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে নাগরপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব'২৪। রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ধর্মীয় রীতি অনুযায়ী বিজয়া দশমীর মেলা শেষে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ হয়।
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব'২৪ উদযাপন শেষে আজ ১৪ই অক্টোবর রোজ সোমবার নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক এর সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নাগরপুরের ১৩০টি পূজা মন্ডপে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শারদীয় দুর্গোৎসব'২৪ শেষ হলো।
শান্তিপূর্ণভাবে নাগরপুরে দুর্গা পূজা উদযাপন করতে সার্বিক সহযোগিতা করায় আমি নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে পূজা উদযাপনের সাথে সম্পৃক্ত সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরপুর উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটি, বিভিন্ন মসজিদের ইমাম, প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধি সহ স্থানীয় সকল সাধারণ জনগণকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নাগরপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নগর, যার প্রমাণ ধারাবাহিকভাবে নাগরপুরের স্থানীয় জনগণ দিয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়।
আমি আশা রাখি আগামীতেও প্রতিটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে নাগরপুর উপজেলাবাসী তাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ অব্যাহত রাখবেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24