আবু ইউসুফ সোহাগ,বিশেষ প্রতিনিধি:
এসো হে বৈশাখ, এসো এসো পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন, নিরাপদ বাংলাদেশের সচেতনতা মূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) ২৫ ইং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ আহাম্মেদ সাকিব এর সঞ্চালনায়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব শহীদুল ইসলাম ভুঁইয়া, সহকারী উপজেলা প্রাঃ শিক্ষা অফিসার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।কোরআন তেলাওয়াত করেন করিমগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সামশুল হক ফরহাদ, সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি, কিশোরগঞ্জ জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক, সদস্য ম্যানেজিং কমিটি কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহকারী শিক্ষক জাফরবাদ উচ্চ বিদ্যালয়। আরো বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ করিমগঞ্জ শাখার সদস্য মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ আতিকুল ইসলাম রাকিব, মোঃ আবির চৌধুরী বাপ্পি, মোঃ জয়নাল এবং মোঃ আবুল হাসনাত। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহিদা, তায়্যিবা,তলামিরা, তন্না, শুভ ও মাবিয়া আক্তার। পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ বাংলাদেশ এর পক্ষ থেকে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply