ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৩-২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল সিলেট রেঞ্জ দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি জনাব বাহারুল আলম বিপিএম প্রধান অতিথি হিসেবে আকর্ষণীয় ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
খেলা শেষে ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি জনাব শেখ মোঃ সাজ্জাত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। আইজিপি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শেখ মোঃ রেজাউল হায়দার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডিএমপির খেলোয়াড় ঈসা ফয়সাল। সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ময়মনসিংহ রেঞ্জের মোঃ আকাশ। তিনি সর্বমোট সাতটি গোল করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে অংশগ্রহণ করেছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24