রাহিন হোসেন রায়হান,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে নিলোক্ষিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ১০০ থেকে ২০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়। ১৩ই জানুয়ারি (সোমবার) নিলোক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
এ সময় সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ঘটনাটি জানানো হলে, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়রা জানায়, নিলক্ষীয়া ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করে রবিবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন। অভিযোগ ওঠে স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি১০০/২০০ টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের মোঃ আনোয়ার ইসলাম প্রশাসনিক কর্মকর্তা (সচিব)। এ বিষয়টি নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরেজমিনে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন। এ সময় তারা অভিযোগ করেন যে স্মার্ট কার্ড নিতে ১০০/২০০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের লোকজন। তৎক্ষণাৎ পরিদর্শনে দেখা যায়, ওই পরিষদের সচিব মোঃ আনোয়ার ইসলাম নিজে পরিষদে রক্ষিত ট্যাক্সেরস্লিপে লিখিত আকারে এই টাকাগুলো নিচ্ছেন। তাকে জিজ্ঞাসা করলে বলেন, কিছু খরচাপাতি হয়েছে তা উঠানোর জন্য এই টাকাগুলো নেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, আমি টাকা নিতে বারণ করেছি। এ বিষয়ে জড়িতদের যথাযোগ্য ব্যাবস্থা নেওয়া হবে। এ সময়ে উৎসুক জনতা ওই ইউনিয়ন পরিষদের মেম্বারগণ মিলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপস্থাপন করে তার পদ থেকে তাকে সরিয়ে দেন, এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
ঘটনাটির ব্যাপারে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমি লিখিত কোন অভিযোগ পাইনি তাই বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24