আশিক আল আমিন, ক্যাম্পাস প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কবিরহাট সরকারি কলেজে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। নববর্ষের এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এবং কর্মচারীরা সকলেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদযাপন শুরু হয় সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে কবিরহাট বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঢাক-ঢোলের তালে তালে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলেন।
এরপর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে কলেজে আয়োজিত হয় বিশেষ প্রতিযোগিতা। ছাত্রদের জন্য অনুষ্ঠিত হয় মোরগ লড়াই, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে ছাত্রীদের জন্য আয়োজন করা হয় হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা ছিল উপভোগ্য ও রোমাঞ্চকর।
প্রতিটি আয়োজনেই দেখা গেছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। কলেজ অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী স্যার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং দিনটির গুরুত্ব ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
Leave a Reply