মনা,যশোর প্রতিনিধিঃ
জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরের বেনাপোলে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।
সামনে থেকে ব্যানার -ফেস্টুন -নানা প্রকার উপকরণ হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নবসাঝে- নব রূপে উপস্থিত সকলের পহেলা বৈশাখ বর্ষবরণ পালন করেন।
বর্ষবরণ উপলক্ষে আজ সোমবার ১৪ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র। সকাল ৮টায় ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে বর্ষবরণের আনন্দ ও শোভাযাত্রা আয়োজন করে।
প্রভাতী সংঘ, সরগম একাডেমি,বেনাপোল বালিকা বিদ্যালয়, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিষদসহ অন্যান্যা সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।প্রভাতী সংঘ আয়োজন করে সকাল থেকে দুপুর পর্যন্ত পান্তা ভাতের।
বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয়।বেনাপোল ও শার্শা উপজেলা, থেকে সকাল সাড়ে ৮টায় প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শার্শা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24