সজীব আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন, রক্তদানে আমাদের করিমগঞ্জ। (একটি অরাজনৈতিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন) গত ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার গুজাদিয়া ইউনিয়নের নাগরদাস গোঁসাইর অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন খয়রতহাটি আখরায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রক্তদানে আমাদের করিমগঞ্জ এর প্রধান পরিচালক জনাবা ফারিয়া হোসাইন ও ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক জনাব আব্দুল্লাহ আল মামুন সহ এডমিন মডারেটর প্যানেলের সদস্যা।
বার্ষিক বনভোজনে আসা সকলের জন্য ছিলো টি-শার্ট, সাংগঠনিক ব্যাজ, ঐতিহ্যবাহী বাংগালীয়ানা হরেক রকম ভর্তা দিয়ে খাবার ও লটারির আয়োজন। আরো বিভিন্ন খেলাধুলা তার মধ্যে ক্রিকেট, ফুটবল এবং দৌড় খেলা সহ মহিলাদের আকর্ষণীয় খেলাধুলা পর্ব সহ নানান আয়োজন।
রক্তদানে আমাদের করিমগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব উমর ফারুক আশিক মুঠোফোন এ ডেইলি নিউজ বাংলা ২৪ কে জানান “রক্তদানে আমাদের করিমগঞ্জ পরিবারের সকল সেচ্ছাসেবী ও দায়িত্বশীল সকলেই রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে নিয়োজিত আছে এবংমানবিক মানুষ যারা প্রতিনিয়ত সমাজের অবহেলিত মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
সেইসব সেচ্ছাসেবীদেরকে সুন্দর একটি দিন উপহার দিতে আমাদের এ আয়োজন।
পরিশেষে খেলাধুলা ও লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply