মাহিদুল ইসলাম ফরহাদ -চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০১:৫০ঘটিকার মধ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর ০১ জন চোরাকারবারী প্রাইভেট কারযোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক ০২০০ ঘটিকায় শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কারসহ (TOYATA SX CARINA) নিম্নবর্ণিত ০৩ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ মানিক মিয়া (৩৯), পিতা-শুকুর আলী, গ্রাম-চরতারা নগর, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মোঃ রজত আলী, গ্রাম-চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম-বড়বনগ্রাম রায়পাড়া, পোষ্ট-ছোপড়া, থানা-শাহমুগদম, জেলা-রাজশাহী
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24