খান মুহাম্মদ ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুল বক্স থেকে ইয়াবগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারো কাছে পাওয়া যায়নি তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে।এ বিষয়ে অ্যাম্বুলেন্সে চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ বিষয়ে আমি জড়িত না।
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শামিম আহম্মেদকে একাধিকবার ফোন দিলে কোন সাড়া পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24