গোলাম আলী নাইম, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে পর্দানশীন ছাত্রীকে হেনস্তাকারী নামধারী শিক্ষক কামাল হোসেন মজুমদারের বহিষ্কার ও ফাঁসির দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা
বক্তারা বলেন,
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের হলরুমে নিকাব না খোলায় পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী। গতকাল ১৩-১২-২০২৪ ইং শুক্রবার বিকেলে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সমাজতত্ত্ব পরীক্ষার দিন এই ঘটনা ঘটে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার।
বাউবি ২০২১ সেশনের ওই শিক্ষার্থীর নাম উম্মে আন্জুমানয়ারা।উম্মে আন্জুমানয়ারা আরও বলেন, ‘আমি কোনো অসদুপায় অবলম্বন করি নাই, খারাপ ব্যবহারও করি নাই। তারপরও আমার সাথে অন্যায় হয়েছে। আমি পরীক্ষা দিতে পারি নাই। আমি এর প্রতিকার চাই।’কামাল হোসেন মজুমদার বলে, এ বিষয়ে আমাকে বদলি করতে চাইলে আমি একপায়ে রাজি। আমি চলে যেতে চাই।’
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে পর্দা করা ফরয। প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। মেয়ে পরীক্ষার্থীরা পরীক্ষার সময় হাত মুখ না খুলেই পরীক্ষা দেয়ার ব্যাপারে হাইকোর্ট থেকে রায় এসছিলো ২০২৪ এর ১৯ শে ফেব্রুয়ারিীতে করা এক রিটের রায় থেকে। তারপরও ওই কুলাঙ্গার শিক্ষক ছাত্রীকে হেনস্তা করার অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে করতে হবে। আমাদের দাবী হচ্ছে ইসলাম ধর্মের মেয়ার বা চিহ্ন হচ্ছে পর্দা। এই পর্দাকে অবমাননার দায়ে ওই শিক্ষককে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। ভবিষ্যতেও যাতে কেউ এমন অন্যায় না করে তার জন্য আইন জারী করতে হবে।
Leave a Reply