আল আমিন হাওলাদার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর উপজেলা ছাত্রদল ও সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল।
বুধবার দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু করে
পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্নআহবায়ক নিরঞ্জন দেবনাথ,উপজেলা ছাত্রদলের সদস্য সচীব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, পৌর ছাত্রদল সদস্য সচীব নুরুজ্জামান জনি,কলেজ ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম তালুকদার, সদস্য সচিব মাসুদ মির্জা এবং কলেজ ছাত্রদলের মোঃ রুবেল হোসাইন, মোঃ সৈকত সরকার, মোঃ শেখ নাঈম , মোঃ মামুন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরাও কঠোর আন্দোলন শুরু করেছিলো। এতে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুন হচ্ছে,মামলা খাচ্ছে। অন্য কোনো দলের নেতাকর্মীরা তো খুন হচ্ছে না। বুকের
রক্ত দিচ্ছে না। এর পরেও বর্তমান সরকার কেনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমরা সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার না করতে পারলে আপনারা
পদত্যাগ করুন।
উল্লেখ্য : গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য প্রাণ হারান। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়। ঢাবিতে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।
Leave a Reply