আশিক আল আমিন -ক্যাম্পাস প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন এবং আরও অনেক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, “শাহরিয়ারের মতো মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। আমরা তার হত্যার সঠিক বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার অভাব প্রকট হয়ে উঠেছে। এ অবস্থায় আমরা একটি নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানাচ্ছি।”
এ সময় শিক্ষার্থীরাও শাহরিয়ারের জন্য ন্যায়বিচার দাবি করেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
Leave a Reply