বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট আন্তর্জাতিক কোস্টাল আল্ট্রা দৌড়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে এক মাত্র জিয়া উদ্দিনের অংশগ্রহন নিশ্চিত হয়েছে। বিশ্বনাথ উপজেলার ৪ নং রামাপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের কৃতিসন্তান মৃত শামছুন নুর এর পুত্র মোঃ জিয়া উদ্দিন কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ১০০ কিলোমিটার কোস্টাল আল্ট্রা দৌড়ে অংশগ্রহন করছেন বলে তিনি জানিয়েছেন। কোস্টাল আল্ট্রা দৌড় ৫০, ১০০, ১৬১, ২০০ কিলোমিটার চার ক্যাটাগরিতে হয়ে থাকে। গেল বছর জিয়া উদ্দিন ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ ম্যাথারন দৌড় তিনি সফলভাবে সম্পন্ন করেন। ২০২৫ সালে ১০০ কিলোমিটার দৌড়ের মধ্যে জিয়া উদ্দিন একজন দৌড়বিদ। ১০০ কিলোমিটারে দেশ- বিদেশের মোট ৭১ জন সিলেক্টেডের মধ্যে বিশ্বনাথের আমতৈল গ্রামের মোঃ জিয়া উদ্দিন রয়েছেন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের সর্বমোট চার ক্যাটগরিতে ৩৮০ জন দৌড়বিদ কোস্টাল আল্ট্রায় অংশগ্রহণ করবে। জিয়া উদ্দিন সাংবাদিক কে জানিয়েছেন তার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ইভেন্টে অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। ইভেন্টটি ২০,২১,২২ ফেব্রুয়ারী কক্সবাজারের ইনানী বিচ থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানী বীচে এসে শেষ হবে। তিনি সফলতা ও শারীরিক সুস্থতার জন্য বিশ্বনাথ উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24