মোঃ মিজানুর রহমান,
চট্টগ্রাম: সাতকানিয়ায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সাতকানিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ) বিকাল ৪টায় সাতকানিয়া উপজেলার কেরানি হাটে অবস্থিত সিওয়ার্ল্ড রিসোর্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারি দিদারুল আলমের সঞ্চালনায়, হাফেজ খোরশেদুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা ড: হেলাল উদ্দিন মোঃনোমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়ে লফেয়ার ফাউন্ডেশন এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ইব্রাহিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ তারেক হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ূম, অর্থ সম্পাদক কাজি জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য মাঈনুদ্দীন,
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরানী হাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আবচার, কেরানি হাট এলাইট হাসপাতালের ডাইরেক্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম রাজা, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মফিজুর রহমান প্রমুখ।
ইসলামী সংগীত পরিবেশন করেন এহসানুল করিম নাঈম, মোনাজাত পরিচালনা করেন আল কুরআনুল করিম একাডেমীর পরিচালক হাফেজ আনোয়ারুল করিম।
ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখার আবুল কালাম আযাদ চৌধুরীকে সভাপতি এবং মোহাম্মদ দিদারুল আলমকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সেশনের ৫৫সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply