স্টাফ রিপোর্টার: সজীব আহমেদ
রক্তদানে আমাদের করিমগঞ্জ এর আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ই মার্চ) করিমগঞ্জ মহাবিদ্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ‘রক্তদানে আমাদের করিমগঞ্জ’ এর প্রধান উপদেষ্টা জনাব ইন্জিনিয়ার, মোঃ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত অতিথি বৃন্দ।
অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলেন “রক্তদানে আমাদের করিমগঞ্জ”-এর সভাপতি জনাব আল মুবিনুল হক, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোবারক, প্রচার সম্পাদক জনাব সজীব আহমেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জনাব মোঃ মনির কাঞ্চন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দোয়া মাহফিল শেষে অতিথিদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুপরিকল্পিত ইফতারের ব্যবস্থা করা হয়। রমজানের পবিত্রতা ও ইফতারের আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে এই আয়োজনটি এক অনন্য মানবিক ও আত্মিক অভিজ্ঞতায় রূপ নেয়।
উপস্থিত অতিথিবৃন্দ “রক্তদানে আমাদের করিমগঞ্জ” পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply