আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং ০৬:৫৯ পিএম.কুড়িগ্রামের রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা কে কেন্দ্র করে ছাত্রদের দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতি পর্যায়ে জড়িয়ে পড়েন।
রোববার ১৫ সেপ্টেম্বর দুপুর ১ঃ০০ ঘটিকায় রাজারহাট উপজেলার চান্দামারী ফাজিল মাদ্রাসায় উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার গত দুই সাপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আসেন। এর আগে অত্র মাদ্রাসার দুই শিক্ষক এর বিরুদ্ধে ওই মাদ্রাসার ২৪জন ছাত্রী শ্রেণি কক্ষে শরীরে হাত দিয়ে শাসন করা ও অশালীন কথাবার্তা বলার অভিযোগ তুলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বরাবর লিখিত অভিযোগ করেন।
ছাত্রীদের অভিযোগ তদন্তে উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার কে তদন্ত কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ১৫ সেপ্টেম্বর দুপুরে চান্দামারী উপজেলার ফাজিল মাদ্রাসায় পাঠান। ওনি মাদ্রাসার অফিস রুমে বসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। কিন্তু তিনি শারিরীক ভাবে অসুস্থ থাকায় তদন্তের শুনানি পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে জানাবেন বলে উপস্থিত সকল কে জানান।
রাজারহাট উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার মাদ্রাসা থেকে চলে যাবার পরে দুই পক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনা সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করলে বহিরাগত একদল উশৃঙ্খল যুবক তাকে চারিদিক থেকে ঘিরে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে কয়েকজন সাংবাদিকের হস্তক্ষেপে ইব্রাহিম আলম সবুজকে ছেড়ে নিয়ে পরিবেশ শান্ত করে।
পরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান কে সাংবাদিক অবরুদ্ধ করে রাখার বিষয় টি জানালে তিনি ঘটনাস্থলে এক ভ্যান পুলিশ পাঠিয়ে দিয়ে পরিবেশ শান্ত করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24