মোঃমোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশের ডিসেম্বর ২০২৪ মাসের মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল ৯টায় মাস্টার প্যারেড এবং ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে কল্যাণ সভা আয়োজিত হয়।
মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি স্টোর, ডি স্টোর এবং রিজার্ভ অফিসসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ড্রিল সেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অফিসার ও সদস্যদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি পূর্বের মাসের গৃহীত প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করেন এবং নতুন প্রস্তাবনা শোনেন। তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সুপার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply