খান মুহাম্মদ ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠির পৌরসভা খেয়াঘাটে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রথমেই ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমার এর নেতৃত্বে জেলা প্রশাসন বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পর্যায়ক্রমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, পরাজয় নিশ্চিত বুঝে বাঙ্গালি জাতিকে মেধাশুন্য ও পঙ্গু জাতিতে পরিণত করতে পরিকল্পিত ভাবে পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের খুজে খুজে হত্যা করেছিল।
Leave a Reply