প্রসেনজিৎ চন্দ্র শর্মা (দিনাজপুর জেলা প্রতিনিধি)
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে দিনাজপুরে স্কেটিং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে ধারন করে গতকাল শহরের শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে আনন্দ র্যালি বের হয়।
জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালিটি শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
এসময় স্কেটিং র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নূর-এ-আলম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব আকরাম হোসেইন, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু, প্রশিক্ষক নুরুল ইসলাম নুরু রোলার স্কেটিং জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাদ্দাত পিয়াস পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দুই শতাধিক ছোট বড় স্কেটিং খেলোয়াড় উপস্থিত ছিলেন
এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে অনেক কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকেই হতাশাগ্রস্থ হয়ে পড়েন। খেলাধুলা করলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। শিশু-কিশোর শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী করতে আরো বেশি করে এ ধরনের উদ্যোগ নেয়া দরকার বলেও জানান বক্তারা।
01309545466
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24