সিয়াম বাবু – স্টাফ রিপোর্টার বগুড়াঃ
দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীগের কল্যাণার্থে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে ২দিনব্যাপি যাতার সংগ্রহ মেলার উদ্বোধন করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাসপাতাল এর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৫মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কনফারেন্স রুমে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের কল্যাণার্থে রোগী কল্যাণ সমিতির যাকাত মেলার উদ্বোধন করেন ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কাজী মিজানুর রহমান।
এতে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি কামরুল আলম রিপু, রাগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রোটা: রেজাউল বারী ঈসা, আলহাজ্ব মাজেদুর রহমান তাজু, রেজাউল করিম ডল, রজত কুরাম দাস, ডা: এসএম মিল্লাত, এমএ মতিন ও মোহাম্মদ আলী হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ আসমাউল হুসনা।
রোগী কল্যাণ সমিতির নেতা রোটাঃ রেজাউল বারী ঈসা জানান, এই যাকাত মেলার অর্থ বা অনুদান সংগ্রহ করে দরিদ্র ও অসহায় রোগীদের সাহায্য করা হয়। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগীদের এই অর্থ প্রদান করা হয়। যাকাতের অর্থ সংগ্রহে বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহবান জানাই। যাকাত ফান্ডের প্রাপ্ত অর্থ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দুস্থ অসহায় রোগীদের সুন্দর ভাবে ব্যয় করা হয়।
Leave a Reply