রামকৃষ্ণ সাহা রামা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ সকালে উপজেলা অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান।২০২৪-২০২৫ অর্থ বছরে নাগরপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ করে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ এবং প্রান্তিক কৃষক।
Leave a Reply