ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।শুক্রবার(১৪ মার্চ)বাদ জুম'আ নাগরপুর সরকারি কলেজ গেট থেকে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে নাগরপুরের বিশিষ্ট আলেম ওলামাসহ,সাংবাদিক,শিক্ষক,ডাক্তার,ব্যবসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় বক্তব্য দেন মাওলানা মো.রফিকুল ইসলাম,মাওলানা মো.ইলিয়াছ হোসেন।দোয়া পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদ খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম।এসময় বক্তারা বলেন,আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি আট বছর বয়সি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা আমাদের সমাজকে ভয়াবহ একটি নেগেটিভ ম্যাসেজ দিচ্ছে। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকরা দিন শেষে আদালত থেকে জামিনে এসে আরও ভয়াবহ রূপ ধারণ করে।প্রতিটি ধর্ষণের ঘটনা সরকারকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের সমাজে দিন দিন এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে।
বিক্ষোভ মিছিলে মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও নারীদের সঙ্গে নিপীড়ন, ধর্ষণ ও হয়রানিসহ নানা অপরাধ রোধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24