সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
সকালে একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জড়ো হন মুক্তিযোদ্ধারা। পরে অনুষ্ঠানে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে জনো-প্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্নস্থরের মানুষকে আহবান জানানো হয়।
পরে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সৌজন্যে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র নুরুল আমিন বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ-এর প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম সরোয়ার প্রমূখ।আরো অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply