বোয়ালখালী প্রতিনিধি:
রমজান মাস এলেই চট্টগ্রামের বোয়ালখালীতে একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা—সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।
প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়।
তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়।
তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না—শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন।
তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24