রাম কৃষ্ণ সাহা রামা ,টাংগাইল জেলা প্রতিনিধিঃ
নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে একটি অরাজনৈতিক সংগঠন, মানবতার সেবায় নিবেদিত সংগঠন “মানবতার দেওয়াল” এর উদ্যোগে সম্প্রতি প্রতিবন্ধী ব্যক্তি মো: নাসির উদ্দিন (নসু)র জন্য অটোরিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসহায় ও কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সহবতপুর উচ্চ বিদ্যালয়ে। এস.এম. নির্জয় রহমান( আলমগীর), সভাপতি(ভারপ্রাপ্ত) , মানবতার দেওয়াল সংগঠন সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার দেওয়াল সংগঠনের মাননীয় উপদেষ্টা আশিস কুমার পাল,খান আহসান বিপ্লব, মো: রিপন খান সহ মানবতার দেওয়াল সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়াও সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, সংগঠনের সদস্য এবং উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।
মানবতার দেওয়াল সংগঠনের উপদেষ্টা আশিস কুমার পাল বলেন,”আমরা চাই, সমাজের প্রত্যেক ব্যক্তি যেন কর্মসংস্থানের সুযোগ পান। প্রতিবন্ধী ভাই-বোনদের স্বাবলম্বী করতে আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং পরিবারের জন্য কিছু করতে পারেন।”
অনুষ্ঠানে নাসির উদ্দিন (নসু) প্রতিবন্ধী ব্যক্তির হাতে চালিত অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা মানবতার দেওয়াল সংগঠনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
মানবতার দেওয়াল সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। তাদের এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের এই মহান মানবীয় কাজ সফল করার পিছনে যাদের ভূমিকা ছিল তারা হলেন, মো: জুলহাস মিয়া, মো: সুরুজ মিয়া, খন্দকার মাসুদুর রহমান, মো: আক্তারুজ্জামান আক্তার, মো: শহীদ মিয়া, মো: রিপন খান, মো: আরজু মিয়া, এম.এম নির্জয় রহমান(আলমগীর), মো: আক্কাস আলী, মো: মহসিন খান সহ অনেকেই।
Leave a Reply