আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং ০৩:৫৯ পিএম.
কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জার বিরুদ্ধে মামলা রেকর্ড না করে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী মো. আবুল হাশেম থানায় ওই ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার ইজলামারী গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মীর্জাপাড়া গ্রামের বাদী আবুল হাশেমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিজমার জটিলতা নিরসনে আদালতে উভয়পক্ষের মামলা রয়েছে।
এর বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাদী আবুল হাশেমকে প্রতিপক্ষের লোকজন ভয়ভীতি, হুমকি প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে গত ২৭ আগস্ট থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন আবুল হাশেম। এতে ক্ষিপ্ত হয়ে ১ সেপ্টেম্বর আবারও প্রতিপক্ষের লোকজন বাদীকে পথরোধ করে সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর আশরাফ আলীসহ ১২ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
থানায় অভিযোগ করার পরদিন ৩ সেপ্টেম্বর রৌমারী থানার এসআই ঘটনাটি তদন্ত করে সত্যতা পান। ঘটনার সত্যতা থাকার পরও মামলা রেকর্ড না করে উল্টো অভিযোগ থেকে কিছু শব্দ বাদ দিতে বাদীকে চাপ প্রয়োগ করেন ওসি গোলাম মতুর্জা।
অপরদিকে অভিযোগ থেকে কোনো শব্দ বাদ দেবেন না বলে জানান বাদী। এ নিয়ে থানার ওসির রুমে বাদীর সঙ্গে ওসির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওসি অভিযোগ বিষয়ে মামলা রেকর্ড করবেন না বলে হুমকি দেন।
এরপর মামলা রেকর্ড না করায় এবং সঠিক বিচার চেয়ে ১৪ সেপ্টেম্বর কুড়িগ্রাম পুলিশ সুপারের কাছে রৌমার থানার ওসি গোলাম মুর্তজার নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন মো. আবুল হাশেম।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এটা অধর্তব্য একটি অপরাধ, এটা প্রসিকিউশন দেয়ার কথা বলায় তিনি ক্ষেপে যান। বাদীর অভিযোগের পর তদন্ত করে নিয়মের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি মামলা রেকর্ড করতে চাপ দিতে থাকেন। তাকে হুমকি দেয়ার কোনো ঘটনা ঘটেনি।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাফুজুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘বিষয়টি তদন্ত করার জন্য রৌমারী সার্কেলকে দায়িত্ব দেয়া হয়েছে।’
Leave a Reply