মো. আবুসালেহ (সজীব) নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল স্বর্ণালঙ্কার ও নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সদরের মেইন রোডে ইতালি প্লাজার এম. আর জুলেয়ারি থেকে এই স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদরের মেইন রোডের এম.আর জুয়েলারি স্টোরের মালিক মজিবর রহমান আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়। এছাড়া পৌর সদরের থানা রোড এলাকায় মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় মালিক মজিবর রহমানের এম আর জুয়েলারি স্টোরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণেরবার ১৭২টি চেইন ২৯ টি আংটি, আটটি বালা ও ১০ জোড়া কানের দুলসহ ১০৪ ভরি স্বর্ণ এবং ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করে।
এ অভিযান রাত ৯টা পর্যন্ত চলে।
অভিযান চলাকালে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস একসাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এম আর জুয়েলারি স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার ও অর্থ মির্জাপুর বাজার বণিক সমিতি ও জুয়েলারি সমিতির কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Leave a Reply