মনা যশোর প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখের দিনে যশোর জেলার বেনাপোলে দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ তম রজত জয়ন্তী কেক কেটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপণ করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে এই বর্ষবরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠিত আনন্দ র্যালি তে অংশ নেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান,২০২৪ এ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা-মো.আব্দুল জব্বার,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া এবং উপজেলা পরিষদ কার্যালয়ের প্রযুক্তি অফিসার-শুভেন্দু মজুমদার।
র্যালি টি ওই প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে। র্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি এবং ওই প্রেসক্লাবের সহ-সভাপতি-মো.জামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতির স্বাগতিক বক্তব্য ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.কাজি রাজিব হাসান একুশে টিভি’র আদ্যপান্ত তুলে ধরেন।
তিনি বলেন- একুশে টেলিভিশন একটি বাংলা ভাষার বাংলাদেশী বেসরকারি স্যাটেলাইট এবং কেবল টেলিভিশন চ্যানেল। সংবাদ ও সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল।
২০০০ সালের ১৪ই এপ্রিল এটি চালু হওয়ার পর দ্রুতই এটি বাংলাদেশে জনপ্রিয়তা পায়। দেশে সংবাদ ও অনুষ্ঠানে নতুনত্ব নিয়ে আসা সাড়া জাগানো একুশে টেলিভিশন এখনও সবার প্রিয় টিভি চ্যানেল। তাদের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা দেশের মানুষকে বিনোদনে অনন্য মাত্রা যোগ করেছে। আগামীতেও তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা।
১লা বৈশাখের এই শুভদিনে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য একুশে টিভি’র বেনাপোল প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
আলোচনা শেষে একটি মাঝারি সাইজের কেক কেটে রজত জয়ন্তী’র শুভ সূচনা ঘটান প্রধান অতিথি। এরপর একে একে অতিথিদের মুখে কেক তুলে দেন একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো.জামাল হোসেন।
অনুষ্ঠানমালার সকল কর্মসূচিতে অংশ নেন- বেনাপোল ও শার্শা উপজেলায় সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক-মো. মনিরুল ইসলাম।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24