সিয়াম বাবু স্টাফ – রিপোর্টার বগুড়াঃ
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দেশ গড়তে অতন্ত্রপ্রহরীর মত কাজ করছে যুবদল। বিএনপির ক্রাইসিস মুহুর্তে সবসময় যুবদল পাশে ছিল। যুবদল শত বাধা বিপত্তি পেরিয়ে, মামলা-হামলা, নির্যাতনের শিকার হয়েছে। বগুড়ায় আন্দোলনে করতে গিয়ে যুবদল নেতা ইউসুফ শহীদ হয়েছে। যুবদল রাজপথের সেরাদল হিসাবে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যুবদল আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে যে কোন ষড়াযন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে। বাদশা আরো বলেন ভোগের মধ্য আনন্দ নেই, ত্যাগের মধ্য আনন্দ আছে। সেই ত্যাগ করতে আমাদের শিখিয়েছেন তারেক রহমান। মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল নিয়ে একটি উক্তি করেছেন সেটি হল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যুবদল অত্যন্ত প্রহরীর মত ভূমিকা পালন করবে। যুবদল দীর্ঘ ১৬টি বছর রাজপথে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। লড়াই সংগ্রাম করতে গিয়ে যুবদলের অনেক নেতা নিহত হয়েছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীরা হামলা-মামলার শিকার ও গ্রেপ্তার হয়েছেন যুবদল সবসময় বিএনপির আন্দোলনকে সহযোগিতা করে গেছে। জাহাঙ্গীর ও হাসান পরীক্ষিত সৈনিক, তারা ছাত্রদল করে আছে এ পর্যন্ত এসেছে। নবগঠিত জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শনিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা যুবদলের নব গঠিক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, গণশিক্ষ সম্পাদক মিজানুর রহমান রাজা, সহ-শিল্প ও বাণ্যিজ্য সম্পাদক নূর মোহাম্মদ রিপন, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুহ্ম আহবায়ক তৌহিদ।
Leave a Reply