হোসেন আলী – বদরগঞ্জ, রংপুরঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতেন দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।
তিনি জানান, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
Leave a Reply