মোঃ মিজানুর রহমান,
চট্টগ্রাম: সাতকানিয়ায় বাজার মনিটরিং ও ইফতারর দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুই দোকানে দুইটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৫ মার্চ) দুপুর ৩.৩০ টায় সাতকানিয়া উপজেলার দস্তিদার হাট ও মোটর স্টেশন রোড এলাকায় বাজার মনিটরিং ও ইফতার বিক্রয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানের সময় ২টি ইফতার বিক্রয়ের দোকানে অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২জনকে ২টি মামলায় ৮০০০ (আট হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, দস্তিদারহাটে কাশেম হোটেলের মালিক আবুল কাশেম (৪৬)কে ৫হাজার, সাতকানিয়া মটর স্টেশনে বরিশাল রেস্তোরার মালিক জসিম উদ্দিন(৪০)কে ৩হাজার ২টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ছরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24