মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে সাফা মক্কা নার্সিং ইনস্টিটিউট ও সদর হাসপাতালের নার্সিং সেবা তত্ত্বাবধায়ক লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে এসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ও অবস্থসন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রেহানা আক্তার, শেখ হাসিনা নাসিং কলেজের প্রিন্সিপাল মোছাঃ তাসলিমা খাতুন, সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেজাই রাব্বি, সিনিয়র স্টাফ নার্স মোঃ আব্দুল মমিন, সিনিয়র স্টাফ নার্স মোঃ রবিউল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আব্দুল মোমিন, সিনিয়র স্টাফ নার্স পপি খানম, সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব সোহাগ, সাফা মক্কা নাসিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ সোলাইমান, দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মামুনুর রশিদ, প্রথম বর্ষের ছাত্র মোঃ আতিকুল ইসলাম, শাহেরা আমীন, নাসিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ বেলাল হোসেন, প্রথম বর্ষের ছাত্র আকাশ মাহমুদ, নাসিং ইনস্টিটিউটে মিডওফারী তৃতীয় বর্ষের ছাত্রী সোহেলী আক্তার এবং সিরাজগঞ্জ নার্সিং মিডওয়াইফাঁরী ইনস্টিটিউট ও সদর হাসপাতালের নার্সিংয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পেশাকে ছোট করে দেখা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং পেশাকে (১০ম গ্রেড) দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে ভুল করেছে বলে মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24