হাবিবুর রহমান রনি,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের হাদী মিল চৌরাস্তা সংলগ্ন স্থানীয় কৃষক মাঈন উদ্দিনের প্রদর্শনী মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কৃষকের জমিতে বাঁধাকপি চাষের উপর মাঠ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে চরবাটা ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইমাম হোসেনের সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. মীনা রানী দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, চর ওয়াপদা ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মদিনুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মো. রেদওয়ান হোসেন, লীড ফার্মার মাইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় প্রধান অতিথি কৃষকদেরকে আয় বৃদ্ধির জন্য বাজারের চাহিদা অনুযায়ী পরিকল্পনা মাফিক ফসল উৎপাদন, হিসাব সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করেন। এসময় কৃষি উৎপাদন বিষয়ে কৃষক-কৃষাণীদের নানাবিধ প্রশ্নোত্তরের মাধ্যমে তাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
কৃষক মাইন উদ্দিন বলেন, তিনি উপ-সহকারী কৃষি অফিসার মো. ইমাম হোসেনের পরামর্শে তার ৫০ শতক জমিতে এটলাস-৭০ জাতের বাঁধাকপি চাষ করে ভালো ফলন পেয়েছেন। ইতোমধ্য কয়েকবার ফসল উত্তোলন করে লাভের মুখ দেখা শুরু করছেন।
Leave a Reply