ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ
হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজে ১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকাগণ, এবং স্কুলের অন্যান্য কর্মচারীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন।
এদিন সকালে প্রাথমিক অনুষ্ঠান হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মহান বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের প্রগতি এবং ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের চেষ্টা করেছিল।”
অন্যদিকে, স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এবং ছাত্র ছাত্রী।
প্রতিবেদন:
ফারিছ আহমদ
হোসেনপুর উপজেলা প্রতিনিধি
Leave a Reply