আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈন্যা প্রসাদ এলাকায় খিরাই নদী থেকে মাওলানা মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে খিরাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বিনানই গ্রামে। তিনি প্রায় এক বছর ধরে বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের চাচাতো ভাই মোঃ জহিরুল ইসলাম জানান,গত ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরের পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত সবার সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ মেলেনি। আজ সকালে জানতে পারি খিরাই নদীতে একটি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের মরদেহ।
এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত) মোঃ কোহিনুর মিয়া বলেন, পরিবার থেকে জানতে পারি, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলে নেমে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: 01606638418,মেইল:dailynewsbangla24info@gmail.com (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন কৃত)