মোঃ মনির মন্ডল, সাভারঃ
আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রড ভর্তি লুণ্ঠিত ট্রাক উদ্ধার করেছে থানা পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের আনোয়ার হোসেন (৪৫) ও নূর আলম (৪৮) নামের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে নূর আলম (৪৮)।
পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার কর হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24