সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধ:
আজ ১৬/১/২০২৫ ইং তারিখে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ইউডিসি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মো: নেয়ামুল হক আকন।আরোও উপস্থিত ছিলেন আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউল রহমান। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ। আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের নারী এবং পুরুষ মেম্বার ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন ডাসার ও কালকিনি উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।তিনি গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিরোধ গুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করেন।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত তিন লক্ষ টাকা পযন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে তাই সকলেই ছোট ছোট বিরোধগুলো আমরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবো।মানুষ যেন থানা বা আদালত মুখী না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। ইউনিয়ন পরিষদের এসে যেন সাধারণ জনগন ন্যায়বিচার পায় সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
Leave a Reply