কালীগঞ্জ প্রতিনিধিঃ
খাবারের সহিত চেতনা নাশক মিশিয়ে সাবেক ইউ,পি সদস্যের পুরো পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ ৫ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণালংকার সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । গত মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অচেতন ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি (৬২) তার স্ত্রী শাহানারা বেগম (৫০ ) এবং পুত্র শাহিদুর রহমানকে (৩০) সকালে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গৃহকর্তা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি এ প্রতিনিধিকে বলেন অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরে রাখা রাতের খাবার ভাতের মধ্যে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশায়। রাত আনুমানিক ১১ টার দিকে পরিবারের সকলে খাবার খেয়ে অচেতন নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়ে । এ সুযোগে ৩/৪ সদস্যের দুর্বৃত্তরা প্রথমে পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে । এরপর নিচ তলার ১ টি জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় ইউপি সদস্যের হাতের আঙ্গুল হতে স্বর্ণের আংটি খুলে নেয় এবং ঘরে রক্ষিত আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ও প্রায় ১০ ভরির মত স্বর্ণালংকার লুটে নেয় বলে জানান। পরে দ্বিতীয় তলায় তার পুত্র সাহিদের ঘরে ঢুকে সবকিছু ভেঙে তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ভোর ৫ টার দিকে প্রথমে গৃহকর্তার ঘুম ভাঙলে চুরির ঘটনা জানতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খবর ছড়িয়ে পড়লে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব, ইউপি সদস্য কলিমুদ্দিন সহ বহু লোক বাড়িতে সমবেত হয় । এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন সকালে খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা ঐ বাড়িতে গিয়েছিল। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী ঐ পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24