নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ কর্তৃক ৭০ টি টিকেটসহ দুইজন টিকেট কালোবাজারি গ্রেফতার : কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার জব্দ।
গতকাল ১৪/১১/২০২৪ ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ কর্তৃক কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এর উত্তর পাশ সংলগ্ন বটতলা হতে পেশাদার ও চিহ্নিত টিকেট ব্লাকার মোঃ আঃ রাজ্জাক শাবু মিয়া (৬০) কে ঢাকা-টু কিশোরগঞ্জ রুটের ১৫ টি আসনের টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে আসামি তপু চন্দ্র বর্মন (৩০)কে ঢাকা টু কিশোরগঞ্জ রুটের বিভিন্ন তারিখের ৫৫ টি আসনের টিকেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান কালে টিকিট কাটার কাজে ব্যবহৃত কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কর্তৃক টিকিট কালোবাজারির উদ্দেশ্যে পরিচিত জনের এন আই ডি ব্যবহার করে ১৭ টি ফেক আইডি তৈরীর তথ্য পাওয়া গিয়েছে। এসব আইডি ব্যবহার করে অনলাইন হতে বিপুল সংখ্যক টিকিট সংগ্রহ করে স্থানীয় কয়েকজন এজেন্টের মাধ্যমে ও মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে অর্থাৎ ১৬০ টাকার টিকেট ৩০০/৩৫০ টাকায আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত মর্মে স্বীকার করেছে । এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলার অজু করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24