মো: ওবাইদুল হক:
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার আতাহার বুলনপুরে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে। তিনি ভটভটির চালক ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মতিউর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আতাহার বুলনপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে একটি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। দুর্ঘটনায় আহত মেহেদি হাসান মিলনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply