মো: ওবাইদুল হক,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫।আটককৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপরমপুর নাপিতপাড়ার মৃত লায়েশ উদ্দিন লাইচ এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৪০)।র্যাবের এস প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাইলিং বাজার এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হাবিবুর রহমান কে গ্রেফতার করে। উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
২০২২ সালে মাদক সরবরাহের অভিযোগে মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে আটক হয় এবং জেলার শিবগঞ্জ থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং মামলার অন্য ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিলো। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply